মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শেরপুরে সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১১৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারত সীমান্তবর্তী পাহাড়ি পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলের কোনো একসময় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ছমেদ আলী ওরফে আহালু (৬৫)। তিনি ওই এলাকার অসীম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী ওরফে আহালু মঙ্গলবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মায়াঘাসি পাহাড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় এলাকার লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পাথরছিলা পাহাড়ে আহালুর পিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। পরে রাত ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।

মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, ধারণা করা হচ্ছে ঘাস কাটার সময় বন্যহাতির আক্রমণে পিষ্ট হয়ে মারা গেছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহিনে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com