মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সকল অপপ্রচারের জবাব দিতে ছাত্রলীগকে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২০ বার পঠিত

বর্তমানে আওয়ামী লীগের নামে নানা ধরনের প্রোপাগান্ডা চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে আওয়ামী লীগের নামে নানা ধরনের প্রোপাগান্ডা শুরু করেছিল। এখন তাদের উত্তরসূরীরা সরকারকে নিয়ে আবার একইভাবে অপপ্রচার শুরু করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপপ্রচারকারের বিরুদ্ধে সোচ্চার থাকতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি মহল নানাভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর মাধ্যমে তারা সরকারের জনকল্যাণমূলক কাজকে আড়াল করতে চায়। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে তাদের এমন অপপ্রয়াস।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে এই চক্রটিকে মোকাবিলা করুন। তাদের অপপ্রচারের জবাব দিন। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, যুদ্ধকালীন এই বিরূপ পরিস্থিতিতেও বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা কতটা ভালো আছি। সবিস্তারে তা তুলে ধরতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সংগঠনের নাম ছাত্রলীগ। দেশের এমন অনেক অর্জন আছে যার সাথে ছাত্রলীগের নাম জড়িত। সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। সতর্ক হয়ে কাজ করতে হবে- যাতে আপনাদের কোনো বদনাম না হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটা দেশের স্বপ্ন দেখেছিলেন। আমরা ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ গড়ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com