মেরামতের প্রয়োজনীয়তা জানিয়ে ইউরোপের সঙ্গে বড় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানো বন্ধ করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গাজপ্রোমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী তিনদিন নর্ডস্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে না।
যদিও সম্প্রতি পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানির পরিমাণ উল্লেখ্যযোগ্য হারে কমিয়ে দিয়েছে রাশিয়া।
জ্বালানির যোগানকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করছে পশ্চিমাদেশগুলো। কিন্তু রাশিয়া বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে।
দ্য নর্ডস্ট্রিম ১ পাইপলাইন রাশিয়ার উপকূল সেন্ট পিটারসবাগ থেকে ব্যালটিক সাগরের তলদেশ হয়ে জার্মার্নির উত্তর ও পূর্ব অঞ্চলে পৌঁছেছে। পিটারসবাগজার্মার্নির উত্তর ও পূর্ব অঞ্চলের দূরত্ব এক হাজার ২০০ কিলোমিটার।
নর্ডস্ট্রিম ১ পাইপলাইন ২০১১ সালে চালু হয়। এ পাইপলাইন দিয়ে প্রতিদিন রাশিয়া থেকে জার্মানিতে নূন্যতম ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠানো হতো।
গত জুলাইয়ে মেরামতের জন্য ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সম্প্রতি তারা ২০ শতাংশ গ্যাস প্রদান করেছিল। এখন ত্রুটিপূর্ণ সরঞ্জামের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।