গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে সের্জিনো দেস্তকে ধারে এসি মিলানে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যে আরেক ডিফেন্ডার হেক্টর বেলেরিনকে দলে টেনেছে বার্সেলোনা। আর্সেনালের সঙ্গে চুক্তি ভেঙে ১১ বছর পর পুরনো ঠিকানায় ফিরলেন এই স্প্যানিয়ার্ড।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শেষবেলায় যুক্তরাষ্ট্রের ফুলব্যাক দেস্তকে ছাড়ার ঘোষণা দেওয়ার তিন ঘণ্টার মধ্যে বেলেরিনকে দলে নেয়ার কথা জানায় বার্সেলোনা। চুক্তি অনুযায়ী, ক্যাম্প ন্যুয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত খেলবেন ২৭ বছর বয়সী বেলেরিন।
বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে বেড়ে ওঠা বেলেরিন ২০১১ সালে পাড়ি জমান আর্সেনালে। সেই থেকে ইংলিশ ক্লাবটিতেই ছিলেন তিনি। তবে, গত মৌসুমটা ধারে কাটান রিয়াল বেতিসে এবং সেখানে জেতেন কোপা দেল রে।
আর্সেনালের মূল দলের হয়ে ২৩৯ ম্যাচ খেলা বেইয়েরিন সেখানে জিতেছেন তিনটি এফএ কাপ শিরোপা। এদিকে চেলসি থেকে মার্কাস আলোনসোকে ফ্রিতে দলে নিয়েছে বার্সেলোনা।