শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পুলিশের সহায়তায় মাকে ফিরে পেলো দুই শিশু

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ বার পঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) শাহমখদুম থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯ বছর বয়সী পলি খাতুন ও ৬ বছর বয়সী মো. জিসানকে ফিরে পেয়েছে তাদের মা। তাছাড়া নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা জোসনা খাতুন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় আরএমপি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগরীর মোছা. জোছনা বেগমের সাথে তার স্বামী পলাশের বিবাহ বিচ্ছেদ হয়। জোসনা বেগম তার দুই সন্তান ৯ বছর বয়সী মোছা. পলি খাতুন ও ৬ বছর বয়সী মো. জিসানকে নিয়ে চন্দ্রিমা থানার চৌধুরীপাড়া এলাকায় বসবাস করতে শুরু করেন।

তবে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা ঘটে বিপত্তি। পলি ও জিসান তাদের বাবা পলাশের সাথে দেখা করে বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলে। এদিকে জোসনা বেগম পলি ও জিসানকে আশপাশ খোঁজাখুঁজি করে না পেয়ে শাহমখদুম থানায় নিখোঁজ জিডি দায়ের করে। ওই জিডির পরিপ্রেক্ষিতে পুলিশের উপ পরিদর্শক মো. মমতাজ উদ্দিন অনেক খোঁজাখুঁজি করে কাটাখালী থানার সহায়তায় হরিয়ান রেল স্টেশন এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করে।

পরে রাজশাহী মহানগর শাহমখদুম থানাতে শিশু দুইটিকে তার মায়ের হাতে তুলে দেয় পুলিশ। শিশু দুইটিকে ফিরে পেয়ে মা জোসনা বেগম অত্যন্ত আনন্দিত। তিনি-সহ তার নিকট আত্মীয়রা আরএমপি শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com