হবিগঞ্জের বানিয়াচংয়ে সালিশ বৈঠকে নেওয়াজ আলী নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নেওয়াজ একই গ্রামের মন্নর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, হাওরে পানি সেচের পাওনা টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে মক্রমপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে ইউসুফের সঙ্গে নেওয়াজের বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় সালিশের আয়োজন করা হয়। সালিশেই কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
এতে আহত হন নেওয়াজ। পরে তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।