এবার সরাসরি রাজনীতিতে পা দিতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। এমনই গুঞ্জন উঠেছে বলিউডে। বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন ভারতীয় এ অভিনেত্রী। এমনটিই শোনা যাচ্ছে বিভিন্ন অঙ্গনে। তবে এ নিয়ে কঙ্গনা মুখ না খুললেও প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সংসদ সদস্য হেমা মালিনী।
সম্প্রতি রাজনীতি প্রসঙ্গে দেশটির গণমাধ্যমে কঙ্গনা বলেন, আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বীর সাভারকরের মতো বিপ্লবীদের কারণে স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা আমরা ভিক্ষা করে পাইনি। এর জন্য লড়াই করতে হয়েছে আমাদের।
কঙ্গনার নির্বাচনে লড়ার গুঞ্জন প্রসঙ্গে শনিবার মথুরার বর্তমান সংসদ সদস্য হেমা মালিনীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমি আবার কী বলব… আমার কী মত থাকতে পারে? সবটাই ভগবানের ইচ্ছে, শ্রীকৃষ্ণ যা চাইবেন…।’
এরপর খানিক ব্যঙ্গাত্মক সুরেই হেমা বলেন, ‘এটা ভালো তো, আপনারা চান শুধু বলিউডের অভিনেত্রীরাই নির্বাচনে দাঁড়াক, স্থানীয়দের দরকার নেই, হয়তো আগামী দিনে রাখি সাওয়ান্তও আসতে পারে। সেও ভোটে জিততে পারে।’
চলতি সপ্তাহের শুরুতেই নিজের পরিবারের সঙ্গে বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন কঙ্গনা। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা আমাদের সৌভাগ্য যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধে মা-র দর্শন করতে পারলাম।’
সূত্র: হিন্দুস্তান টাইমস