ভাত রান্না করতে দেরি হওয়ায় ভাবি সোনিয়া খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে দুই দেবরের বিরুদ্ধে। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাওলী গ্রামের মাধবপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সোনিয়া খাতুন ঐ গ্রামের মাধবপাড়ার মামুন হোসেনের স্ত্রী।
আহত সোনিয়া খাতুন বলেন, সকালে ভাত রান্না করা নিয়ে দুই দেবর তারেক ও জিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয় আমার। এর পরই দুজন আমাকে কিল-ঘুষি দিয়ে আহত করে। এক পর্যায়ে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মায়ারিজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সোনিয়া খাতুনের পিঠে জখম ও ডান হাতের রগ কেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত দুই দেবরকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।