পদ্ম ফুলে সেজেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাকান্ত বিল। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের সোনাকান্ত বিলে চোখ মিললেই দেখা যায় পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য।
প্রায় ১৫ বছর পর এই বিলটিতে আবার পদ্ম ফুলে ভরে গেছে। পুরো বিলজুড়ে ফুটে আছে রাশি রাশি গোলাপি আভা ছড়ানো পদ্ম ফুল। চোখ জুড়ানো পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করে আনন্দিত এলাকাবাসী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিল ভরে ওঠে নতুন করে ফোটা ছোট বড় অসংখ্য পদ্ম ফুলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বিলে সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোতেও।
এলাকাবাসী জানান, প্রতিদিন সোনাকান্ত বিলে পদ্ম ফুলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। পদ্ম বিলের অপরূপ এই সৌন্দর্য দেখে মুগ্ধ এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে ফ্রেমবন্দি করছেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলী জানান, পদ্ম ফুলের নানা ঔষধি গুণ রয়েছে। একসময় আমাদের দেশে বিলে বিলে অনেক পদ্ম দেখা যেত। কিন্তু বর্তমানে বিল জলাশয় ভরাটের ফলে এই ফুল এখন বিলুপ্তির পথে। পদ্ম ফুলের বিস্তার ঘটাতে ও এই ফুলের গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে জানান তিনি।
এ বছর সোনাকান্ত বিল ছাড়াও সিরাজগঞ্জে বেলকুচি, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার কয়েকটি বিলেও পদ্ম ফুটেছে।