টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের সড়ক উন্নয়ন ও গণপূর্ত বিভাগের সামনে এ সড়ক ঘটনা ঘটে।
নিহত জুয়েল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজারের রামু উপজেলার শ্রীমুড়া ৭নং ওয়ার্ড কবির আহমেদের ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুয়েল ও তার সহপাঠী বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হন। এ সময় শহরের সড়ক ও গণপূর্ত বিভাগের সামনে গেলে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা যায়নি।