সোমবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে দলটির কোচ স্কালোনি বলেন, দেখা যাক মেসি (জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যায় কি না। তখন আমরা নিশ্চিত হতে পারব, তার খেলাটা উপভোগ করে যেতে পারব কি না।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক আর্জেন্টিনা। ফাইনালের চিন্তা বাদ দিয়ে ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াতেই মনোযোগ দিতে চান স্কালোনি।
তিনি বলেন, গোটা দেশের ফুটবলপ্রেমীদের সমর্থন আছে আমাদের সঙ্গে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু আপাতত ভাবতে চাই না।
স্কালোনি কথা বলেন ডি পল ও ডি মারিয়ার চোট নিয়েও। দুইজনই সুস্থ আছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে দুজনই ভালো আছে।
নেদারল্যান্ডস ম্যাচের ঘটনাকে পেছনে ফেলে ক্রোয়েশিয়া ম্যাচ নিয়েই ভাবতে চান আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা যেভাবে খেলার দরকার ছিল, সেভাবেই খেলেছি। আমরা প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া সবাইকে সম্মান করি। মাঠের ঘটনা মাঠেই রেখে আসি।