কুমিল্লার তিতাসে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার মাজিদপুর ইউনিয়নের মাজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও মহিউদ্দিন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। পাশাপাশি ঘর হওয়াতে একটি পেয়ারা গাছ নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে মহিউদ্দিন ও তার ছেলেরা ওই গাছ থেকে পেয়ারা পাড়েন। সন্ধ্যার আগে দুই পরিবারের নারীদের মধ্যে পেয়ারা গাছের সীমানা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এগিয়ে আসেন নজরুল ইসলাম ও মো. মহিউদ্দিন।
নজরুল ও মহিউদ্দিন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় মহিউদ্দিন ও তার স্ত্রী শাহিনা বেগম নজরুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। নজরুল ইসলাম মারা গেছেন বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে যান মহিউদ্দিন ও তার পরিবার।
মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ঘটনা শুনে পুলিশকে খবর দিয়েছি। মহিউদ্দিন ও নজরুলদের মধ্যে পেয়ারা গাছ নিয়ে ঝগড়া হয়েছে। হাতাহাতির একপর্যায়ে লাঠির আঘাতে মারা যান নজরুল।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানি না। তবে শুনেছি পেয়ারা গাছ নিয়ে মহিলাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।