আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনজো ফার্নান্দেজ।
এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) ৩৬ বছর পর নতুন ইতিহাস লিখেছেন মেসিরা। ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় তাদের তৃতীয় শিরোপা।
আলবিসেলেস্তেদের এ শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারতো কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে টাইব্রেকারে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখেন মার্টিনেজ। তার গোলকিপিং নৈপুণ্যে সে ম্যাচে ২(৪)-২(৩) ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা।
এরপর সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে আরও একবার কঠিন পরীক্ষার সম্মুখীন হন তিনি। এবারও দারুণ দক্ষতায় ফরাসিদের হয়ে পেনাল্টি শুট নিতে আসা কিংসলে কোম্যানের শট ফিরিয়ে দিয়ে দলকে জেতান বিশ্বকাপ ট্রফি। অবশ্য ভাগ্য পরীক্ষায় তাকে সহায়তা করেন অরলিঁয়ে চুয়ামেনিও। ফরাসিদের হয়ে পেনাল্টি শুটে অংশ নেয় এ মিডফিল্ডারের শট থাকেনি লক্ষ্যে। তাতে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এছাড়া পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে মরক্কোর ইয়াসিন বুনো ও ক্রোয়েশিয়ার লিভাকোভিচকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতে নেন এমিলিয়ানো।
এদিকে ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ আসরে এক গোল ও এক অ্যাস্টি করে জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে এ আর্জেন্টাইন তার গোলটি করেন। আর অ্যাসিস্ট করেন পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে।
অন্যদিকে এবারের আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৭ গোল ও ৩ অ্যাসিস্টে আসর সেরা হয়ে মেসি জিতেছেন গোল্ডেন বল।