বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার শেরপুর-ধুনট সড়কের শালফা এলাকায় বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের তানজিল ইসলাম শাকিল ও কুসুম্বী ইউনিয়নের চকপোতা গ্রামের রিফাত হোসেন। আহত মেসবাহ উদ্দিন একই উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনজনই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, হতাহত তিনজনই এক মোটরসাইকেলে শেরপুরের শুভগাছা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। পথে ট্রাক দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে শালফা বেইলি ব্রিজের নামফলকে গিয়ে ধাক্কা দেয়। এতে তানজিল ও মেসবাহ সড়কে ছিটকে পড়েন এবং রিফাত বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে শাকিল ও মেসবাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর মেসবাহকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।