তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ২ মাস বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আদিয়ামানে একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।
গত সোমবার (৬ ফেব্রুয়ার) তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে মাঝেমধ্যেই প্রাণের অস্তিত্ব মিলছে। যাকে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করছেন উদ্ধারকর্মীরা।
শনিবার বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আদিয়ামান প্রদেশের একটি বিধ্বস্ত ভবনের নিচ থেকে ১২৮ ঘণ্টা পর বিশেষজ্ঞ সার্জেন্ট ওসমান গুরবুজ ও তার স্ত্রী উম্মু গুরবুজকে উদ্ধার করা হয়। এই দম্পতির সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে তাদের তিন সন্তানের লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
এছাড়া এদিন আরো এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের হাতায় প্রদেশের একটি ধ্বংসস্তূপের নিচে ১২৮ ঘণ্টা পর ১৩ বছর বয়সী ঐ কিশোরকে উদ্ধার করেন উদ্ধারকারীরা
এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২১ হাজার ৮৪৮ জন। আর সিরিয়ায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে