রংপুরে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষায় ৯ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে পুলিশ লাইন্সে পরীক্ষা চলাকালে ৭টি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রংপুরের কাউনিয়া উপজেলার গেদ্দবালাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), সদর উপজেলার ধনতলা পশ্চিমপাড়া গঞ্জিপুর অছিপাড়া এলাকার মোস্তাকিম আলীর ছেলে জাকারিয়া ওরফে রিপন (২৮), মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণপাড়া এলাকার শাহ আলমের ছেলে মাহফুজার রহমান (১৯), একই উপজেলার মেহেদী হাসানের ছেলে ফুয়াদ হাসান (২২), হাতিমপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জিসান শেখ (১৯), পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলকার জয়নাল আবেদীনের ছেলে জাবের আলী (২৫), একই উপজেলার আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬)। দিনাজপুরের জলেশ্বরী তলা এলাকার রতন লালের ছেলে পিন্টু লাল (২৬) ও ঠাকুরগাঁওয়ের কিসামত পাহাড়ভাঙ্গা এলাকার তরুণী সরকারের ছেলে পরিমল সরকার (২৮)।
আইনগত ব্যবস্থা নিতে আটকদের রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।