এবারের বিপিএল আসর নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা শিরোপা জিতলেও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত।
টুর্নামেন্টে ৫১৬ রান করে সর্বোচ্চ রানের পুরস্কারের সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর তাতেই ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি।
১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি কুমিল্লার অফস্পিনার তানভীর ইসলাম জিতেছেন ৫ লাখ টাকার পুরস্কার।
ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কুমিল্লার জয়ের নায়ক জনসন চার্লস। ৫২ বলে ৭৯ রানের ইনিংস খেলে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম জিতেছেন ৩ লাখ টাকার পুরস্কার।
এর বাইরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ২ কোটি টাকা। রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ১ কোটি টাকা।