ঢাকা-১৮ আসনের একাধিক মসজিদ ও কবরস্থানের সংস্কারে অনুদান প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি।
বুধবার দক্ষিণখান ও উত্তরখানের বেশ কয়েকটি জামে মসজিদ ও কবরস্থানের সংস্কারের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান প্রদান করেন তিনি। খসরু চৌধুরীর পক্ষ থেকে কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম অনুদানের অর্থ পৌঁছে দেন।
মসজিদগুলো হলো ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ডের আল হারেছ জামে মসজিদ, ৪৪ নং ওয়ার্ডের ভাতুরিয়া বায়তুল মামুর জামে মসজিদ, ৪৮ নং ওয়ার্ডের বরুয়া লঞ্জনীপাড়া গণকবরস্থান, হলান নামাপাড়া বাইতুল নূর জামে মসজিদ, আল মদিনা জামে মসজিদ।
কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দিয়েছেন। মসজিদ, মাদরাসা, এতিমখানা ও কবরস্থানের সংস্কার কাজে তার দান অব্যাহত থাকবে।
আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমার আয়ের একটা অংশ আমি মসজিদের জন্য বরাদ্দ রাখি। এছাড়া মানবসেবার অংশ হিসেবে অগ্নিদুর্গত ও হতদরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াই। ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।