হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টানা দুই ম্যাচে দাপুটে জয়ে বেশ নির্ভার বাংলাদেশ দল। প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে ধবল ধোলাই করার সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ম্যাচের আগে ছিল না দলের অনুশীলন। বিশ্রামেই দিনটি পার করেছে লিটন-তাসকিনরা।
তবে আয়ারল্যান্ড দল ঠিকই অনুশীলন করেছে। যদিও তাদের মনোযোগ ছিল টেস্ট সিরিজ ঘিরে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাল বলে অনুশীলন করেছে আইরিশরা।
এদিকে শেষ ম্যাচের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না তিনি। জানিয়েছেন, লক্ষ্য থাকবে হোয়াইওয়াশেরও।
সাকিব বলেন, ‘ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সবসময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’