রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৯৯ বার পঠিত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল যুক্তরাষ্ট্রের অন্যতম দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়াতে। এর আগে এমন শক্তিশালী ভূমিকম্প আর কখনো লক্ষ্য করা যায়নি। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে আজ শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এমন ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ঐ অঞ্চলের বাসিন্দারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

৭.৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে। তবে সুনামির সতর্কতার জেরে অনেক প্রাণহানি ঘটতে পারে। তাই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com