ক্লাব ফুটবলে তার একে অপরের বন্ধু। কখনো সম্পর্কটা ঘনিষ্ঠ বন্ধুর চেয়ে বড় কিছু হয়ে যায়, কখনও কখনও ভাইয়ের মতো। তবে জাতীয় দলে আসলে হয়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বী। বলছি, আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের কথা। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ হলে তো তাদের নিয়ে যুদ্ধ লেগে যায় সমর্থকদের।
গুঞ্জন আছে, নেইমারের কথায় প্রভাবিত হয়েই ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছিলেন মেসি। সেই মেসি যখন পিএসজি ছাড়ছেন, নেইমারের কষ্ট লাগারই কথা। লাগছেও। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
মেসিকে ভাই সম্বোধন করে নেইমার ফেসবুকে লিখেছেন, ‘ভাই আমার..আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও ২ বছর কাটাতে পারাটা দারুণ ছিল। শুভকামনা তোমার নতুন মঞ্চে, ভালো থেকো। আমি তোমাকে ভালোবাসি।’
এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার।