আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক ভাষণে শনিবার বলেছেন, আমাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলে, আমাদের যোদ্ধাদের থামাতে রুশ বাহিনী সর্বশক্তি নিয়োগ করেছে।’ তিনি বলেন, ‘যারা যুদ্ধে যায়, যারা শত্রুর আক্রমণ প্রতিহত করে, তারা প্রত্যেকেই একটি দুর্দান্ত কাজ করছেন। আমি আমাদের প্রতিটি যোদ্ধার কাছে কৃতজ্ঞ।
কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের নিরাপদ শস্য রফতানির অনুমতি সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ার জন্য জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এখনো অপেক্ষা করছেন।
জাতিসঙ্ঘের একজন মুখপাত্র শুক্রবার একথা জানান। তিনি বলেন, গুতেরেস মঙ্গলবার কৃষ্ণসাগর চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়ে পুতিনকে চিঠি লিখেছেন। বলেছেন, এর বদলে রাশিয়ার কৃষি ব্যাঙ্ক, রোসেলখোজব্যাঙ্ক-এর একটি সহায়ক সংস্থাকে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে। তবে তিনি কোনো উত্তর পাননি। একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সমঝোতা সম্পর্কে জানতে চাইলে, জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সংবাদদাতাদের বলেন, আলোচনা হচ্ছে, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হচ্ছে, সাংকেতিক বার্তা পাঠানো হচ্ছে এবং বার্তা বিনিময় হচ্ছে। তবে, আমরা চিঠির উত্তরের জন্য অপেক্ষা করছি।
এর আগে, শুক্রবার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়াকে কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। সোমবার এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-কে উদ্ধৃত করে করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স শুক্রবার জানিয়েছে, রাশিয়া এখনো পর্যন্ত কৃষ্ণসাগর শস্য চুক্তি সম্প্রসারণের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।