যশোরের বেনাপোল পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে ইভিএমে। দীর্ঘ ১২ বছর পর সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতি ছাড়াই ১২ কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান।
নির্বাচনে মেয়র পদে রয়েছেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নৌকা প্রতীক, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন মোবাইল ফোন প্রতীক এবং জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় উপস্থিত থাকবেন। বিপুল সংখ্যাক পুলিশ-আনসারের সঙ্গে তিন প্লাটুন র্যাব দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স তো থাকছেই। নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা।