গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে লিটন মিয়া নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া রাজধানীর কাফরুল থানা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা।
তিনি জানান, রোববার রাতে টঙ্গীর বনমালা এলাকায় সড়কের পাশে প্রাইভেটকার থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান লিটন মিয়া। ফেরার পথে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরো বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।