সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজের চার দিন পর আবুল ফয়েজ নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাটিয়ান হাওরের আনন্দনগর এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আবুল ফয়েজ উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, গত রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাহিরপুর সদর বাজার থেকে ইঞ্জিনবাহী নৌকায় বাড়িতে ফিরছিলেন শাহ আলম ও একই গ্রামের আবুল ফয়েজ। এ সময় হঠাৎ ওই হাওরে চারদিক অন্ধকার করে ঝড় শুরু হয়। ঝড়ের সময় তাদের মোবাইল সচল ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মোবাইল বন্ধ হয়ে পড়ে। এরপর থেকেই তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। এদিকে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নিখোঁজ শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতের ভাতিজা আরিফুজ্জামান আরিফ জানান, বুধবার সকালে আমার চাচা আবুল ফজলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।