বছরের অর্ধেক সময় পানিতে নিমজ্জিত থাকে পিরোজপুর নাজিরপুরের দেউলবাড়ি দোবরা ইউনিয়নের অধিকাংশ এলাকা। তবে এতে থেমে নেই এসব এলাকার মানুষের জীবনযাত্রা। জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে এক নতুন প্রযুক্তিতে সবজির চারা উৎপাদন আর বীজতলা তৈরি করছেন চাষিরা।
উপজেলার প্রায় ২৫ কিলোমিটার পূর্বে বৈঠাকাটা, দেউলবাড়ি, দোবরা, কলারদোয়ানিয়া, মুগারঝোরে গিয়ে সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতার মধ্যেই পানিতে বেড়ে উঠছে লাউয়ের সবুজ চারা। শুধু কী তাই! এখানকার চাষিরা এর মধ্যে করলা, ঝিঙে ও শিমের চাষও করছেন।
কথা হলো এখানকার চাষিদের সঙ্গে। তারা জানান, শুধু লাউ, শিম, উচ্ছে, করলা ও ঝিঙে নয়, মাটি ও গোবর সার মিশিয়ে ভাসমান পদ্ধতিতে পানির মধ্যেই লাউ, পুঁইশাক, মরিচ, আদা, বরবটি, মিষ্টিকুমড়া, রসুন, পিঁয়াজ ও পেঁপের চারা উৎপাদন করা যায়। বন্যা ও অনাবৃষ্টি না হলে এ চাষে মোটামুটি লাভ হয়।