৩০ বছরের মোহন বন্দুকসী। জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে প্রেম। টানা ১২ বছর কাজ করে সম্প্রতি স্থায়ীভাবে দেশে ফেরেন মোহন। তবুও ভিনদেশি প্রেমিকার সঙ্গে যোগাযোগে এতটুকুও ভাটা পড়েনি। প্রেমের টানের গাজীপুরের কাপাসিয়ায় চলে এসেছেন মালয়েশিয়ান তরুণী নুরুল আতিয়া। শুধু তাই নয় বেধেছেন ঘরও। রোববার (১৬ সেপ্টেম্বর) তারা আদালতের মাধ্যমে বিয়েও করেছেন। বিয়েতে মোহরানা নির্ধারণ করা হয়েছে নগদ এক লাখ টাকা।
মোহন বন্দুকসী কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের বাসিন্দা। গত বুধবার গাজীপুরের কাপাসিয়ায় এসেছেন মালয়েশিয়ান তরুণী নুরুল আতিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী গত প্রায় ১২ বছর যাবত মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় বসবাস করছেন। সেখানে ফেসবুকে মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এক সময় সেখানে তাদের দেখা সাক্ষাৎ হলে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হয়।
দীর্ঘ সময় প্রেমের পর গত আগস্ট মাসের প্রথমদিকে মোহন বন্দুকসী স্থায়ীভাবে দেশে চলে আসেন। এ সময় তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং প্রেমে কোনো ভাটা পড়েনি। পরে নূরুল আতিয়া তার বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে মোহন বন্দুকসীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার সিদ্ধান্তের কথা জানান। এ সময় তার বাবা-মা ওই সিদ্ধান্ত মেনে নেন। পরে তিনি গত বুধবার তিনি গাজীপুরের কাপাসিয়ায় মোহন বন্দুকসীর বাড়িতে এসে হাজির হন। এ সময় মোহনের পরিবারের লোকজন বিষয়টিকে স্বাভাবিকভাবেই মেনে নেন।
মোহন বন্দুকসী জানান, নূরুল আতিয়া আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন। সেখানে জরুরি কিছু কাজ শেষে স্থায়ীভাবে বসবাস করতে এ দেশে চলে আসবেন।