শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই ভিয়েতনামের কাছে ২ গোল হজম করতে হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। এতে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো দেশের মেয়েরা।
বুধবার ভিয়েতনামের হ্যানয়ের যুব ফুটবল ট্রেনিং সেন্টারে এএফি চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। যেখানে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের ৪১ মিনিটে ভিয়েতনামকে এগিয়ে দেন দলটির মিডফিল্ডার থাও নুয়েন। এরপর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরেই সমতা আনতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। সফরকারীরা ব্যর্থ হলেও স্বাগতিকদের হয়ে ঠিকই ব্যবধান দ্বিগুন করেন নোগান থিথান হিউ। ম্যাচের ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিয়েতনামের এ ফরোয়ার্ড।
একই দিনে ফিলিপাইনসকে বিধস্ত করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। যেখানে ৬-২ গোলের ব্যবধানে ফিলিপাইনসকে হারিয়েছে সকারুদের মেয়েরা।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।