পিরোজপুরের নেছারাবাদে ভাড়া বাসা থেকে মো. ইকবাল হোসাইন নামে এক ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মিয়ার বাজারের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইকবাল চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুল নবির ছেলে এবং তিনি ইসলামী ব্যাংকের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট শাখার অফিস সহকারী ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে ওই ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কক্ষ ভাড়া নিয়ে একা থাকতেন। খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইকবাল হোসেনের পাশের রুমে ভাড়া থাকা মো. নাইম বলেন, শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে সর্বশেষ রুমে ঢুকতে দেখি। সারাদিনে তাকে দেখতে না পেয়ে আমাদের কৌতূহল হয়। কারণ, তাকে সকাল ৯টার বেশি কখনো ঘুমিয়ে থাকতে দেখা যায়নি। দরজায় কড়া নেড়েও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায় ঘর মালিকের বড় ভাইকে ডেকে বিষয়টি জানাই। এরপরে তিনি ডাকাডাকি করে পরে দরজার নিচ দিয়ে তাকালে তার পা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।