নেত্রকোনোয় কেন্দুয়ায় গভীর রাতে টার্মিনালে একটি দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা।
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে পৌরসভার কমলপুর এলাকার বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দুয়া থেকে চট্টগ্রামগামী হিরন এন্টারপ্রাইজের ওই যাত্রীবাহী বাসটি বুধবার টার্মিনালে রাখা ছিল। রাত পৌনে ৩টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ পুড়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণ করেছে। বিষয়টির তদন্ত চলছে।