বরগুনায় ২০টি ট্রলারসহ নিখোঁজ হওয়া দুই শতাধিক জেলের সন্ধান পাওয়া গেছে। তারা সুন্দরবন এলাকায় নিরাপদে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি বলেন, সুন্দরবনের দুবলার চরের টেলিটকের একমাত্র মোবাইল টাওয়ারে সমস্যা হওয়ায় ওই ২০টি মাছ ধরার ট্রলার ও ট্রলারগুলোতে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে জানা গেছে তারা সুন্দরবন এলাকায় নিরাপদে আছে।
এর আগে, শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবি ও আরো ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন।