বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়ক পাহারায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।
সোমবার সকাল ৬টা থেকে এই সড়কে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীদের বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। দুপুর ১টায় রাজধানীর উত্তরার জসিমউদ্দিন থেকে অবরোধ বিরোধী মিছিল বের করেন তারা। মিছিলটি বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জসিমউদ্দিন এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেন, ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে আছি। অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না আনা পর্যন্ত আমি এবং আমার প্রতিটি অনুসারী রাজপথে থাকব। রাজপথ আমাদের প্রিয় ঠিকানা। বিএনপি-জামায়াত অপশক্তি যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়টি নিশ্চয়তা দিবো।’