শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবা করা উচিত: সিএমপি কমিশনার

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৫৬ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় আত্মনিবেদন করা উচিত।

বৃহস্পতিবার শীতার্ত অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত। এই মহৎ কাজে কেডিএস গ্রুপ এগিয়ে আসায় ধন্যবাদ জানাই।

দামপাড়ার সিএমপির জনক চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম রহমান।

অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে কেডিএস গ্রুপের পক্ষ থেকে ৫০০ কম্বল সিএমপির কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com