নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ আমাদের ইশতেহারে ম্যান্ডেট দিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ইশতেহার বাস্তবায়নই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। চ্যালেঞ্জ একটাই, ইশতেহার বাস্তবায়ন করা। স্মার্ট বাংলাদেশ আমরা গড়বোই।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি গণমাধ্যমে এসব কথা বলেছেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। সেই অভিজ্ঞতা আগামীতে সংকট ও দুর্বলতা উত্তরণে কাজে লাগবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু নির্বাচন যে হতে পারে তা আগামী দিনের জন্য একটা উদাহরণ। এটাকে আমাদের চর্চা করতে হবে।
তিনি বলেন, ’৭৫ পরবর্তী সবচেয়ে বেস্ট নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটাই বড় ভালো লাগার বিষয়।