আইপিএলে এখন আলোচনার তুঙ্গে আছেন ভারতের স্থানীয় বোলার মায়াঙ্ক যাদব। বাইশ গজে গতির ঝড় তুলে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, শিখর ধাওয়ানের মতো ব্যাটারদের বোকা বানিয়ে দিয়েছেন। আর তাতেই গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই আলোচনায় রয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ।
লখনৌ সুপার জায়ান্টসের এই পেসার এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তাতেই তাকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।
২১ বছর বয়সী তারকাকে নিয়ে আলোচনা আরো উসকে দিয়েছেন পাকিস্তানের এক সাংবাদিক। ফরিদ খান নামের এই সাংবাদিকের দাবি, মায়াঙ্ককে টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পাকিস্তানি গতি তারকা হারিস রউফের ভিডিও দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে ফরিদ বলেন, ‘আমি নিশ্চিত, মায়াঙ্ক যাদব ভারতের টি-২০ বিশ্বকাপের দলে থাকবেন। আপনি আমার পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভারত ওকে প্রস্তুত করছে এবং ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। বিসিসিআই এরই মধ্যে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারিস রউফের স্পেলের ভিডিও দেখাচ্ছে ওকে। পাকিস্তানের সাবেক বোলিং কোচ মরনে মরকেল এখন লখনৌতে। তিনি মায়াঙ্ককে প্রস্তুত করছেন।’
এই ভিডিও বার্তার ক্যাপশনে ফরিদ লিখেছেন, বাবর আজম ও সাইম আইয়ুবের বিপরীতে কিভাবে বল করতে হবে, মায়াঙ্ককে দিয়ে সে পরিকল্পনা তৈরি করছেন মরকেল।
যদিও ফরিদের এমন কথা ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। জশিয়া নামের এক সমর্থক লিখেছেন, ‘বিসিসিআই এরই মধ্যে ওকে হারিস রউফের ভিডিও দেখিয়েছে। কেন? কিভাবে বল করা যাবে না, সেটা দেখাতে।’
স্টক মার্কেট প্যারোডি নামের আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, ‘হারিস রউফটা আবার কে?’ শুভাম সিং নামের আরেক সমর্থক ফরিদ খানের মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।