উত্তরা সংবাদদাতাঃ স্বপ্ন দেখানো নয়, স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে উত্তরায় গড়ে উঠেছে অন্যতম সেরা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কলেজ। শিক্ষানুরাগী মোঃ আনোয়ার পারভেজ সিপু কর্তৃক প্রতিষ্ঠিত, অধ্যক্ষ মোঃ জিয়াউদ্দিন সরকার এক ঝাঁক মেধাবী, অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার তত্বাবধানে পরিচালিত হচ্ছে সানরাইজ কলেজ। নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ তৈরি করার লক্ষে উত্তরার ৭ নং সেক্টর,রোড নং-৩০ এর ২১ নং বাড়িতে অবস্থিত সানরাইজ কলেজ।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত সানরাইজ কলেজে বাংলা মাধ্যম বিজ্ঞান শাখায় ৩০০,ব্যবসা শিক্ষায় ৩০০ ও মানবিকে ২০০ আসন রয়েছে। এ ছাড়াও ইংরেজি ভার্সন-এ বিজ্ঞান শাখায় ৬০ আসন ব্যবসা শিক্ষায় ৫০ এবং মানবিক শাখায় ৫০ আসন রয়েছে।
প্রজন্মের বিবর্তনের ফলে আদিকাল থেকেই মানুষ নতুন ও বিশেষত্বকে গুরুত্ব দিয়ে আসছে । একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের যুগে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় উন্নত জীবনের লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় আজ সন্নিবেশ ঘটেছে আধুনিক প্রযুক্তির। প্রযুক্তিনির্ভর, বিশ্বে শিক্ষার্থীর মানসিক প্রবণতাকে উৎকর্ষতার মাধ্যমে উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে আধুনিক প্রযুক্তি নির্ভর যুগোপযোগী শিক্ষা প্রদানে অভিজ্ঞ, দক্ষও পারদর্শী কুশলীদের নিয়ে এগিয়ে চলার প্রয়াসে বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষা/ মানবিক-এ স্থাপিত সানরাইজ কলেজ। যার College Code:1245, EIIN : 136886।
জানা যায়, শিক্ষার্থীদেরকে বহুমাত্রিক শিক্ষাদানের মাধ্যমে সাফল্য নিশ্চিত করতে সর্বাধিক আয়োজন রয়েছে এই প্রতিষ্ঠানে। এবিষয়ে সানরাইজ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনোয়ার পারভেজ সিপু বলেন,তারা তাদের প্রতিটি শিক্ষার্থীকে সফল উত্তরণের সাথে উচ্চ মাধ্যমিক সোপান পেরিয়ে বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার দ্বার প্রান্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা বদ্ধপরিকর।এরই ধারাবাহিকতায় প্রতি বছর ঢাবি, জাবি,চবি,কুবিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী চান্স পাওয়ার অগুনিত রেকর্ড রয়েছে সানরাইজ কলেজের ঝুলিতে। ২০২৩ সালে এইচ এসসি পরীক্ষায় এ কলেজে পাশের হার ছিলো ৯১.১৩ %।
সরেজমিনে দেখা যায়, এ কলেজে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ এবং প্রজেক্টরের মাধ্যমে শতভাগ শিক্ষাদানের ব্যবস্থা ও রয়েছে।