মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন এবং ৩০ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৬৪ সালে জন্মগ্রহণ করা লে. জেনারেল দ্বিবেদী ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলস থেকে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে ৪০ বছরের বর্ণাঢ্য সেবায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলসের রেজিমেন্ট কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড কমান্ড, আসাম রাইফেলসের (পূর্ব) ডিআইজি ও ৯ কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ পাওয়ার আগে লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের ডাইরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ইউএস আর্মি ওয়ার কলেজ থেকে সাফল্যের সঙ্গে পাঠ সম্পন্ন করেন। এ ছাড়া ডিএসএসসি ওয়েলিংটন, আর্মি ওয়ার কলেজ-এমহাউ থেকে কোর্স সম্পন্ন করেন। ইউএস আর্মি ওয়ার কলেজ, কার্লিজ থেকে তিনি ‘ডিষ্টিংগুইসড ফেলো’ উপাধি লাভ করেন।

,এ ছাড়া ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল সম্পন্ন করেছেন উপেন্দ্র দ্বিবেদী। লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড মিলিটারি সায়েন্সে দুটি মাস্টার্স ডিগ্রিধারী। তাকে জিওসিঅ্যান্ডসি কমান্ডেশেন কার্ডসও প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com