ক্রীড়া প্রতিবেদকঃ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের খুব কাছে ছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তো টাইগাররা। তবে তা হয়নি। সুপার এইটে তিন ম্যাচই হেরে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য তার আগে গ্রুপ পর্বে তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আর তাতেই খুশি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ।
বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শনিবার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি।’ বাংলাদেশ যে তিন ম্যাচ জিতেছে তার সবকটিতেই বড় অবদান ছিল বোলারদের। এক তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো কোনো রান করতে পারেননি। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ খুঁজবে বিসিবি।
অবশ্য খেলোয়াড়দের আলাদা আলাদা পারফরম্যান্সে খুশি হতে পারেননি তারা। জালাল বলেন, ‘ওভারঅল পারফরম্যান্সের কথা বললে, যদি আপনি ব্যাটিং আর বোলিংয়ে বলেন—আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো ব্যাট করিনি। প্রথম রাউন্ডের চার ম্যাচের চারটিতেই কিন্তু আমরা জিততে পারতাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে খুব ক্লোজ ম্যাচ হেরেছি। টপ অর্ডারে নিয়মিতি ধস নেমেছে বলে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি।