মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জ্বালানি তেলের দাম কমানোয় সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

বাণিজ্য ডেস্কঃবিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সকল পর্যায়ে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ মনে করেন, সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশের কৃষি ও শিল্পখাতে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় হ্রাস পাবে। এছাড়াও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।

দেশের শিল্প খাতে জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানির অপ্রতুলতার কারণে শিল্পের পণ্য উৎপাদন এবং বিপণনে খরচ বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। জ্বালানির উচ্চ মূল্য হারের কারণে স্থানীয়ভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বাড়ার ফলে দেশের জনগণের জীবন-জীবিকার ব্যয় ও ভোগান্তি বেড়েছে। জ্বালানির মূল্য হ্রাসের এ উদ্যোগের ফলে শিল্পে উৎপাদন ব্যয় কিছুটা হলেও হ্রাস পাবে এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে।

ডিসিসিআই প্রত্যাশা করে এ উদ্যোগ মূল্যস্ফীতি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com