ক্রীড়া ডেস্কঃ ব্যর্থতার দায় নিয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পরপরই অধিনায়কত্বকে বিদায় জানিয়ে ছিলেন বাবর আজম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাকে আবারও অধিনায়ক করা হয়। সেখানেও ব্যর্থ হয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্নের মুখে বাবর আজমের নেতৃত্ব। সেই প্রশ্নের ইতি টেনে ছয় মাসের ব্যবধানে ফের দ্বিতীয় দফা নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারকা এই ব্যাটার।
বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বাবর নিজেই জানান বিষয়টি। অধিনায়ক হিসেব বাড়তি দায়িত্ব পালনে ব্যাটিং বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বাবর।
নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাবর। এক্সে পোস্টে তিনি জানান, ‘পাকিস্তান পুরুষ দলের অধিনায়কত্ব থেকে আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের। কিন্তু এখন সময় হচ্ছে সরি গিয়ে নিজের খেলায় মন দেওয়া।’
নেতৃত্ব থেকে সরে যাওয়ার কারণ স্পষ্ট করে বাবর আরও লিখেছেন, ‘অধিনায়কত্ব একটা দারুণ সম্মানের অভিজ্ঞতা। তবে অনেক বেশি কাজের চাপও। আমি নিজের পারফরম্যান্সে প্রাধান্য দিতে চাই। আমি নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাই। পরিবারকে মানসম্মত সময় দিতে চাই। যেটা আমাকে আনন্দ দেবে।