শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ইংল্যান্ডকে উড়িয়ে ৯ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ লক্ষ্যটা ছিল ৩৬ রানের। শান মাসুদরা সে লক্ষ্যটা তাড়া করে ফেললেন মোটে ৩.১ ওভারেই, ৯ উইকেট হাতে রেখে। আর তাতে পাকিস্তান সিরিজটা নিজেদের করে নিল, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর পরের দুটো ম্যাচ জিতে ২-১ ব্যবধানে হাসল শেষ হাসি।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্পিন-বান্ধব উইকেটের আভাস পেয়ে ইংল্যান্ডও স্পিনার বাড়িয়ে একাদশ সাজিয়েছিল। তবে এক্ষেত্রে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির দাপট ছিল ঐতিহাসিক। দুই ইনিংসে তারা দুজন মিলে নিয়েছেন ১৯ ‍উইকেট। ফলে আরও একটি কীর্তি গড়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেও এ নিয়ে দ্বিতীয়বার সিরিজ জিতল পাকিস্তান। ১৯৯৫ সালে তারা প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও সিরিজ জিতে।

এ ছাড়া ১০১৫ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ছিল না বাবর-রিজওয়ানদের। সেটি এলো আজ। ঘরের মাঠেও ২০২১ সালের পর আরেকটি টেস্ট সিরিজ জিততে পাকিস্তানকে তিন বছর অপেক্ষা করতে হয়েছে। এর মাঝে ৪টি সিরিজ খেলেছিল তারা, ইংলিশদের আগের সিরিজে বাংলাদেশের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে।

সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৬৭ রানে। সৌদ শাকিলের সেঞ্চুরিতে সেই রান টপকে পাকিস্তান ৩৪৪ রান তোলে। ফলে ৭৭ রানের লিড পায় শান মাসুদরা। সেই রান টপকাতে পারলেও, বড় লক্ষ্য দিতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে তারা সর্বসাকুল্যে তুলতে পারে মাত্র ১১২ রান। দ্বিতীয় দিন শেষে বেন স্টোকসের দল ৩ উইকেটে ২৪ রান করেছিল। আজ তৃতীয় দিনে খেলতে নেমে জো রুটের ৩৩ এবং হ্যারি ব্রুকের ২৬ রান ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ফলে ১১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে নোমান ৬ এবং সাজিদ ৪ উইকেট নিয়েছেন। তারাই মূলত অর্ধেক কাজ সেরে ফেলেন স্বাগতিকদের। মাত্র ৩৬ রানের লক্ষ্য তাড়ায়ও পাক ওপেনার সাইম আইয়ুব (৮) আউট হয়ে যান দলীয় ১৪ রানে। জ্যাক লিচ তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন। এই অবস্থায় আর উইকেট পড়ার ঝুঁকি নিতে চাননি স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। ক্রিজে নেমেই ৪টি চার ও এক ছক্কায় ৬ বলে তিনি ২৩ রান করেন। তাতেই পাকিস্তানের সিরিজ নিশ্চিত হয় ৯ উইকেটের বড় জয়ে।

মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। যেখানে সফরকারী দলটি প্রথম ইনিংসে ৮২৩ রান করেছিল। অথচ পরের দুই টেস্টের ৪ ইনিংস মিলিয়ে তারা রান করেছে মোট ৮১৪। রাওয়াপিন্ডিতে হওয়া পরবর্তী দুই টেস্টে পাকিস্তানের জয় যথাক্রমে ১৫২ রান ও ৯ উইকেটে। ফলে ২-১ ব্যবধানে তিন বছর পর সিরিজ জিতল শান মাসুদরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com