সিটিজেন প্রতিবেদক: কোনও ধরনের কোনও সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না, কেউ চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে একটা বৈশ্বিক ক্যাম্পেইন চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ব্রিফিংয়ে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর পাকিস্তানসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি। সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও।