বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অস্ত্র মেলা শুরু হচ্ছে ভিয়েতনামে ২৫ ডিসেম্বর বাচসাস পরিবার দিবস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স: আসিফ নজরুল সাদপন্থিদের ধৈর্য ধরতে বললেও কথা রাখেনি : হাসনাত আব্দুল্লাহ বিজয়ের হার না মানা সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে খুলনার জয় শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের: অধ্যাপক আমিনুল ট্রাইব্যুনালে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের হাজিরা ১৮ ফেব্রুয়ারি সিরিয়ায় গণকবরে প্রায় এক লাখ মরদেহের সন্ধান সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাবেন অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ চলছে অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের বোর্ডার–গাভাস্কার টেস্ট সিরিজ। এই সিরিজের তৃতীয় টেস্ট শেষে হুট করে ক্রিকেটকে বিদায় জানালেন স্কোয়াডে থাকা রবিচন্দ্র অশ্বিন। ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন, জায়গা হয়নি পার্থে সিরিজের প্রথম টেস্টেও। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাই দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।

ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট হয় ড্র। ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিনও। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান ভারতীয় স্পিনার।

কয়েকদিন আগে থেকেই অশ্বিনের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

অশ্বিন বলেন, ‘আমি আপনাদের বেশি সময় নেবো না। ভারতীয় ক্রিকেটার হিসেবে আজই আমার শেষ দিন।

সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেইডে দলের হয়ে খেলেছিলেন। কিন্তু তৃতীয় টেস্টে অশ্বিনের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে দলে নেয় ভারত। সুযোগ পেয়ে তা কাজে লাগান জাদেজা। বল হাতে কোনো না পেলেও প্রথম ইনিংসে ৭৭ রানের বহুল প্রয়োজনীয় ইনিংস খেলে ভারতকে ফলো অনের কবল থেকে বাঁচান।

জাদেজার দারুণ ব্যাটিংয়ের পর অশ্বিন বুঝে ফেলেন পরের ম্যাচেও দলে ফেরা হচ্ছে না তার। যে কারণে অবসরের সিদ্ধান্ত নিতেও সহজ হয় অশ্বিনের।

টেস্টে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন অশ্বিন। ১৩ বছরের ক্যারিয়ারে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন ডানহাতি স্পিনার।

দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে ভারতীয়দের মধ্যে অশ্বিনের সামনে আছেন অনিল কুম্বলে। সাবেক ওই ক্রিকেটার ১৩২ ম্যাচে শিকার করেছিলেন ৬১৯ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com