নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দিন ধরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাথানডাঙ্গা বাজারে বিসমিল্লাহ হোমিও নামে একটি ঔষধের দোকান দিয়ে এর অন্তরালে চলছে অবৈধ ও নকল ঔষধ তৈরী সহ মাদক দ্রব্য বিক্রির রমরমা ব্যবসা! মহেশপুর ইউনিয়নের দস্তন নিবাসী দিন মজুর সিরাজ শেখের ছেলে শহীদুল শেখ ভূয়া ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে প্রতারনা আর জালিয়াতীর মাধ্যমে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় এবং এলাকার মানুষের অসংখ্য অভিযোগের ভিত্তিতে জানা যায়, কথিত হোমিও ডা. শহীদুল ইসলাম পঞ্চম শ্রেণিও পাশ করে নাই! হত দরিদ্র সিরাজ পুত্র শহীদুল জীবন জীবিকার তাগিদে স্থানীয় জয়নগর বাজারে ফার্নিচারের দোকানে পলিশ মিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতো, এর কিছু দিন পরে পাশের আর একটি এলাকা জাঠিগ্রাম বাজারের জনৈক এক হোমিও ডাক্তাররের চেম্বারে পিওনের কাজ করতো শহীদুল, দোকানের কাঠমিস্ত্রী থেকে হোমিও ঔষধের দোকানের কর্মচারীর (পিওন) থাকা কালে শহীদুল এসএসসি পাশের ভূয়া সার্টিফিকেট ম্যানেজ করে হোমিও ডাক্তারের কোর্সে ভর্তি হয়ে হোমিও ডাক্তারীর কিছু বইপত্র সংগ্রহ করে এবং কিছু হোমিও ঔষধ ঢাকার টিকাটুলী থেকে ক্রয় করে এবং গুলিস্থান ফুটপাত থেকে বিভিন্ন আয়ুর্বেদিক ও কিছু যৌন উত্তেজক ঔষধ ম্যানেজ করে সেগুলো দিয়ে শহীদুল কম্বো প্যাকেজ বানিয়ে চিকিৎসা ব্যবস্য চালাচ্ছে কথিত বির্তকিত হোমিও ডা. শহীদুল।
একাধিক সূত্র থেকে জানা যায় এই শহীদুল ঔষধ ব্যবসার আড়ালে বিভিন্ন মাদক ব্যবস্য ও পাচার চক্রের সাথে জড়িত রয়েছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি অশিক্ষিত দিন মজুরের ছেলে কাটমিস্ত্রির সহযোগী থেকে হোমিও দোকানের কর্মচারী পিওন হয়ে রাতারাতি হোমিও ডাক্তারী চেম্বার খুলে ডাক্তার সেজে বিভিন্ন হারবাল ও হোমিও ঔষধ সহ নানা ধরনের যৌন উত্তেজক ঔষধ সংগ্রহ করে সেগুলো দিয়ে নিজে আবার ঔষধ তৈরী (ম্যানুফ্যাকচারী) করে বাজারজাত করছে এ যেন দেখার কেউ নেই!
বিষয়গুলো স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেও প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণের পরেও বিষয়টি কেউ আমলে নিচ্ছেনা। সে কারণে স্থানীয় মানুষের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে।
এ বিষয় স্বঘষিত ডা. শহীদুলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ! তাবে তার এক ঘনিষ্ট সূত্রে জানিয়েছে, কথিত হোমিও ডা. শহীদুল মূলত একটি ভূয়া সার্টিফিকেট ম্যানেজ করে হোমিও ঔষধের দোকান দিয়েছে বিসমিল্লাহ হোমিও নাম দিয়ে নিজের লেবাজ পাল্টিয়ে দাড়ি টুপি পাঞ্জাবী পরে নিজের এলাকা থেকে একটু দূরে গিয়ে বাথানডাঙ্গা বাজারে ঔষধের দোকান দিয়েছে এই ভূয়া ডাঃ শহীদুল! ঘনিষ্ট সূত্রটি আরো জানিয়েছে তাকে এবিষয় আর্থিক এবং সামাজিক ভাবে শক্তি ও সাহস জুগিয়েছে স্থানীয় এক প্রভাবশালী বির্তকিত ব্যক্তি! উক্ত সেল্টার দাতা ব্যাক্তির বিরুদ্ধে দুদকে ও এনবিআরে এবং নারী কেলেংকারীর অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া বর্ণিত ব্যক্তি প্রচণ্ড মাদক সেবন ও গ্রহণকারী লোকটি সাবেক যুবলীগ নেতা ও সাবেক কাস্টম ইন্সপেক্টর হিসাবে পরিচিত। উক্ত ব্যক্তির ছত্র ছায়ায় একটি সংঘবদ্ধ চক্রের সেন্টারে কথিত হোমিও ডা. শহীদুল ডাক্তারী চেম্বারের লেবাজ পরে অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়টি দ্রুত আমলে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী ও সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শাস্তির দাবী করছে এলাকার জনগণ।