উত্তরা সংবাদ দাতা (হাফসা):এফবিসিসিআই ও বিজিএমই-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
জানা যায়, ঢাকা–১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিনকে
গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর ১৩ নম্বর রোডের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।
শফিউল ইসলাম ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান
বলেন, ঢাকা–১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গতকাল বুধবার বিকেলে উত্তরার তাঁর নিজ বাসা থেকে
গ্রেপ্তার করা হয়েছে।
এসময়
তিনি আরো বলেন তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলা রয়েছে।
শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা–১০ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়ে এমপি নির্বাচিত হন।