বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ছাত্র দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার খুবই কাছে জাপান মালয়েশিয়া সিন্ডিকেটের অন্যতম হোতা জিন্নাত ও জামাল চৌধুরীকে দুদকের মামলায় অন্তভূক্ত করতে আবেদন নাইট্রোজেন গ্যাস দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ২১ আগস্টের গ্রেনেড হামলা: খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সংখ্যালঘু নির্যাতনের ভুল তথ্য প্রচার: মার্কিন সেনেটরের সহায়তা চান ইউনূস তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাহমুদুর রহমান বিএনপি জনগণের জন্য রাজনীতি করে- আমিনুল হক বালিয়াডাঙ্গীতে আগুনে ঘর পুড়ে যাওয়া দেখে অজ্ঞান, হাসপাতালে ভর্তি । দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস

তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাহমুদুর রহমান

  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

সিটিজেন প্রতিকেদক: যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দল: ছাত্র-জনতার প্রত্যাশা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, তুলসী গ্যাবার্ড ভারতে বসে যে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাদের। তরুণদের নতুন রাজনৈতিক দলকে আন্তর্জাতিক এসব চাপ মোকাবিলা করতে হবে।

এনসিপির উদ্দেশে তিনি বলেন, সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে। নতুন দলের লোকজনের মধ্যে মতানৈক্য দেখতে পাই। একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। রাজনৈতিক বয়ান পরিষ্কার হতে হবে, কোনো গোপনীয়তা থাকতে পারবে না।

আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। শেখ হাসিনাসহ শেখ পরিবারের সব সদস্য এবং সব খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে সংস্কারের পর যে আওয়ামী লীগ আসবে, তারা রাজনীতি করবে। এর আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না।

আওয়ামী লীগের সংস্কার আওয়ামী লীগকেই করতে হবে মন্তব্য করে তিনি বলেন, হাসিনাসহ বাকিদের বাদ দেয়ার পর জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি করতে দেয়া যাবে কিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com