ক্রীড়া ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। যা ক্রিকেটের গুণগত মানকে আরো উন্নত করছে। তারই ধারবাহিকতায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি)। এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগেও পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি দেখা গিয়েছিল পিএসএলে। তবে এবার পুরো আসরেই থাকবে এই প্রযুক্তি।
যার ফলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
ম্যাচ অফিশিয়ালস টেকনোলজির (এমওটি) সুবিধার আওতায় :
১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের ওপর এবং মাঠের বাইরে)
২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার
৩. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ
৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার
৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেটভিত্তিক লগিং
৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস
৭. উন্নত রিভিউয়ের জন্য অ্যাম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও
আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।