হাফসা :
আজকের বিশেষ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।
ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইট BG 373-এ মোট ১৪৩ জন যাত্রী, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। অজ্ঞাত এক নাম্বার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি তৎক্ষণাৎ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়।
যদিও ফ্লাইটের কল সাইন ও গন্তব্য আলাদা ছিল, তবুও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় যাত্রীদের অবতরণ করানো হয়। পরবর্তীতে এয়ারপোর্ট অথরিটি ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে যাত্রী ও মালামাল পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে সুরক্ষা নিশ্চিত করে।
সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্থানীয় সময় রাত ৯:০০ টায় ফ্লাইট BG 373 পুনরায় কাঠমান্ডু গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সেফটি ও সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপস নয়। আজকের ঘটনাই প্রমাণ করে, প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।