হাফসা আক্তার (উত্তরা):উত্তরাস্থ বগুড়া সোসাইটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। এ উপলক্ষে তিনি সোসাইটির সভাপতি মোঃ নাহিদ রহমান, সাধারণ সম্পাদক মোঃ সজিউল ইসলাম সজলসহ সকল সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বাণীতে আমিনুল ইসলাম বলেন—
“আপনারা যে আস্থা ও দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, আমি যেন তা সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি—সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আশা করি, সকলের সমর্থন ও পাশে থাকার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।”
এছাড়াও তিনি উত্তরাস্থ বগুড়া সোসাইটির প্রধান উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন চৌধুরী এবং সকল সদস্যদের প্রতিও ফুলেল শুভেচ্ছা জানান। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।