শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে টঙ

হাফসা আক্তার  : গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি বুধবার দিবাগত রাতে টঙ্গীর হিমারদিঘীর হকের মোড় এলাকায়।
গ্রেফতারকৃতরা হলো কামরুজ্জামান খন্দকার ওরফে শাওন (৩৫), ইসমাইল হোসেন (২৫), জব্বার খাঁ ওরফে জয় (২৮) ও হযরত আলী (২০)।

পুলিশ জানায়, হিমারদিঘীর হকের মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার টহল একদল পুলিশ বুধবার দিবাগত রাত ১২.৪৫ ঘটিকার সময় ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও ৮/১০জন সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি সুইচগিয়ার, ৩ টি ধারালো চাকু উদ্ধার করা হয়। থানা পুলিশ সুত্রে জান যায়,
গ্রেফতারকৃত কামরুজ্জামান খন্দকার শাওন এর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানায় এক ডজনের উপর মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com